রাজশাহী-৩ আসনে জামায়াতের গণসংযোগ
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনে (পবা-মোহনপুর) জামায়াতে ইসলামীর প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মাঠের প্রচারে বেশি জোর দিচ্ছে দলটি। মনোনয়ন উত্তোলনের পর থেকে প্রচারণার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর পবা উপজেলার পারিলা মুশরইল নতুনপাড়া যুববিভাগের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুমিনাম প্রোপার্টিজের পরিচালক সালাউদ্দিন আহমেদ ও হাবিবুল আলম শিমুল, সমাজসেবক হাফেজ মো. নুরুজ্জামান ও আজম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক কুদরত আলী।
এছাড়াও দর্শনপাড়ার কূপেরহাট এলাকায় গণসংযোগে ছিলেন রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মো. খাইরুল, দর্শনপাড়া ইউনিয়ন সভাপতি মোরশেদ আলী, কর্ণহার থানা নায়েবে আমির রফিকুল ইসলাম ও বোয়ালিয়া থানা নায়েবে আমির মাওলানা হাসান মামুন।
এদিকে বৃহস্পতিবার মোহনপুর উপজেলার মৌগাছী বাজার, বেড়াবাড়ী ও ধুরইল এলাকায় গণসংযোগ করেন এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। এ সময় মোহনপুর উপজেলা আমির অধ্যাপক জি এ এম আব্দুল আউয়াল, সেক্রেটারি আলহাজ্ব আ: গোফুর মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ মাষ্টার, সহকারী সেক্রেটারি শাহ্ জামাল, মৌগাছি ইউনিয়ন আমির মাওলানা সাদিকুল আলম, নায়েবে আমির আলহাজ্ব মাও: আবুল কালাম আজাদ, নায়েবে আমির আয়েজ উদ্দিন ও মোহনপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।











