ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৬:০৭ পূর্বাহ্ন

রাজশাহী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

  • আপডেট: Saturday, December 27, 2025 - 12:13 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহমুখদুম কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে।

সকাল থেকে অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে কলেজে উপস্থিত হন। পরে ৩ ঘন্টাব্যাপি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান, সাইদুর রহমান স্কুলের পরিচালক সাইদুর রহমান, নাহার ল্যাবরেটরি স্কুলের পরিচালক আনোয়ারা খাতুন, সুর্য্যমুখী স্কুলের পরিচালক ইয়াসমিন আরা, ব্লুমিং রোজ স্কুল এন্ড কলেজের পরিচালক গোলাম মোস্তফা, ছোট বনগ্রাম আইডিয়াল স্কুলের পরিচালক মোজাম্মেল হক ও নাহিদ হাসানসহ অন্যান্য শিক্ষকরা। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিাভবক উপস্থিত ছিলেন।

রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, এসোসিয়েশনের অন্তর্ভূক্ত বিদ্যালয়ের মধ্যে থেকে ৭৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। গত বছরের থেকে এবারের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরীক্ষা কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকগণ সহযোগিতা করায় পরীক্ষা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আগামীতে যাতে আরো পরীক্ষার্থী অংশগ্রহন করতে পারে সেজন্য অভিভাবকরা সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন তারা।