রাজশাহীতে আদিবাসী কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আদিবাসী কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর কারিতাস হলরুমে শতাধিক কনটেন্ট ক্রিয়েটরের অংশগ্রহণে প্রথমবারের মতো এই মিলন মেলাটি হয়।
আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ, পারস্পরিক ঐক্য গড়ে তোলা, জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আদিবাসী কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলার আহবায়ক, আদিবাসী সমাজকর্মী ও সংগঠক সাবিত্রী হেমরম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রথমে আলোচনা পূর্বে কনটেন্ট ক্রিয়েট বিষয়ে আলোচনায় অংশ নেন ড. শ্যামলী খালকো, প্রদীপ মার্ডী ও সুমি মুর্মু।
আলোচকরা বলেন, ডিজিটাল দুনিয়ায় আদিবাসীদের জীবন, ভাষা, সংস্কৃতি ও আর্থিক উন্নয়নসহ সংগ্রামের কথা তুলে ধরতে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিজেদের গল্প নিজেদের ভাষায় তুলে ধরে ভাষার প্রচলন ও সংস্কৃতি রক্ষায় এই মিলন মেলার মূল উদ্দেশ্য।
মেলায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর তরুণ কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম ও ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, সংস্কৃতি ও বাস্তবতার কথা তুলে ধরার নানা দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আদিবাসী কনটেন্ট তৈরিতে নৈতিকতা, সঠিক তথ্য উপস্থাপন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।











