ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৬:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • আপডেট: Saturday, December 27, 2025 - 12:33 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে স্থানীয় শ্রীশ্রী রামসীতা মন্দিরে গীতাপাঠের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একরামূল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শ্রী সুদর্শণ ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক অজিত দাস, দিপক কুমার ঘোষ প্রমুখ।

পরে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা শুরু হয়। আর প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য ও শ্রীশ্রী রামসীতা মন্দিরের পুরহিত চন্দন পান্ডে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী সমিত চট্টোপধ্যায়। শেষে শ্রীমদ্ভগব˜্গীতা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সভায় জানান হয়, ২টি গ্রপে প্রথম স্থান অধিকারীরা আগামী জানুয়ারি মাসে রাজশাহী বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।