ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীর সাবেক এমপি আয়েন উদ্দিনের এপিএস গ্রেপ্তার

  • আপডেট: Friday, December 26, 2025 - 12:11 am

স্টাফ রিপোর্টার: টিকিট কেটে মাছ ধরার প্রতিযোগিতায় সারাদেশে পরিচিত মুখ রাজশাহীর পুকুর মালিক রাসেল কবীর। বড় বড় মাছ ধরতে প্রতিবছর শিকারিরা জড়ো হন রাজশাহীর পবায়। গত রোববার রাতে নাশকতা ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় সেই রাসেল কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন সোমবার আদালতে নেয়া হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলখানায় প্রেরণ করার আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন এর পিএস ছিলেন আওয়ামী লীগ কর্মী রাসেল কবীর। চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কৌশিক ইসলাম অপূর্ব তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। তার সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ডের অভিযোগ রয়েছে। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। স্থানীয়রা জানিয়েছেন, রাসেলের নামে মামলা থাকলেও সম্প্রতি তার পুকুরে পরপর তিনবার মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাসেল কোটি টাকা আয় করে।

শিকারিদের ভাষ্য, এবছর তিনবার মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিয়েও তারা খুব বেশি সফলতার মুখ দেখেননি। মাছ খুবই কম পাওয়ায় হতাশ শিকারিরা। তাদের দাবি, মজুদ মাছের তুলনায় অতিরিক্ত দামে টিকিট বিক্রির কারণে প্রতারিত হয়েছেন শিকারিরা। রাসেল এয়ারপোর্ট থানার বায়া পালপাড়ার রেজাউল করিমের ছেলে। উপজেলার নামাপাড়ায় রাসেল কবীরের পুকুর।