বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন কড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রাম থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। জানা যায়, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলাল ২৭৮/৬ এস হতে ৬০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কাঁচনা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করে।
এর আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা। টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম বলেন, আটক মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।











