ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৫ - ৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

‘আলকাপ’ সংরক্ষণ ও প্রসারে শাপলার বিশেষ প্রদর্শনী

  • আপডেট: Friday, December 26, 2025 - 12:22 am

প্রেস বিজ্ঞপ্তি: বাংলার লোক সংস্কৃতির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী অনুষঙ্গ হলো রাজশাহী অঞ্চলের ‘আলকাপ’। এই শিল্পধারাকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২০২৫-এর আওতায় একটি বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নিমবাড়ি হাটে এই প্রদর্শনীর আয়োজন করে রাজশাহীর অন্যতম এনজিও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। এটি শাপলার সংস্কৃতি বিষয়ক বিশেষ প্রকল্প। প্রকল্পটির সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)।

গ্রামবাংলার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ আলকাপের বিভিন্ন রসাত্মক ও শিক্ষামূলক কাহিনী অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। মূলত বাংলার এই বিলুপ্তপ্রায় নাট্যরীতিটি সংরক্ষণ এবং গ্রামীণ বিনোদনের ধারাকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই ‘আলকাপ’ মঞ্চায়ন বিনোদনের পাশাপাশি সাংস্কৃতিক সচেতনতা ও আত্মপরিচয় বৃদ্ধি, সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা, গ্রামীণ অর্থনীতি ও শিল্পীদের কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনমেলা ও লোক-ঐতিহ্যের সংরক্ষণে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

ইউনেস্কোর মতো সংস্থার সহযোগিতায় এই উদ্যোগের ফলে স্থানীয় গ্রামীণ শিল্পীবৃন্দ আন্তর্জাতিক মানের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ পায়। এটি আলকাপকে ভবিষ্যতে একটি টেকসই শিল্প হিসেবে টিকিয়ে রাখতে এবং নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।