ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৫ - ৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি শিক্ষার্থী মৃত্যুর চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন ও সুপারিশসমূহ বাস্তবায়ন শুরু

  • আপডেট: Friday, December 26, 2025 - 12:13 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যুর ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ৫৪৪তম সিন্ডিকেট সভায় উপস্থাপিত ও গৃহীত হয়েছে। গৃহীত সুপারিশসমূহ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কমিটির সুপারিশসমূহের মধ্যে হল, সুইমিংপুল, চিকিৎসা কেন্দ্র, শরীরচর্চা শিক্ষা বিভাগে বিভিন্ন প্রকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াও দায়িত্ব পালনে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট শাস্তির সুপারিশ করা হয়েছে।

হল সংক্রান্ত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ হচ্ছে, স্থায়ী গেম-ইনস্ট্রাকটর বা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ, সাঁতারসহ ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণের পূর্বে মেডিকেল স্ক্রিনিংয়ের বাধ্যবাধকতা আরোপ, অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য, ঝুঁকি মূল্যায়ন ও প্রশিক্ষণ প্রক্রিয়া লিখিতভাবে নথিভুক্ত করণ ও প্রতিযোগিতা পরিচালনার মানসম্মত কার্যপ্রণালী (ঝঃধহফধৎফ ঙঢ়বৎধঃরহম চৎড়পবফঁৎব- ঝঙচ) প্রস্তুতকরণ।

সুইমিংপুল সংক্রান্ত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ হচ্ছে, সাঁতার অনুশীলনের সময় হল কর্তৃপক্ষের ক্রীড়া প্রশিক্ষক বা প্রতিনিধি থাকা, জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য সুইমিংপুলে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা, সুইমিংপুলের পানি নিয়মিত পরিস্কার ও পরিবর্তন করা।

চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ হচ্ছে- যেকোনো দুর্ঘটনায় আগত আশঙ্কাজনক রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার, নার্স এবং ওয়ার্ডবয়দের প্রশিক্ষণের ব্যবস্থা করা, সব অ্যাম্বুলেন্সে স্থায়ীভাবে অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় কিছু মৌলিক মেডিকেল সরঞ্জামাদি রাখা ও নতুন অ্যাম্বুলেন্স ক্রয় করা। দায়িত্বে অবহেলার কারণে তিন কর্মকর্তার আপগ্রেডেশন বা পদোন্নতি ও বার্ষিক ইনক্রিমেন্ট দুই বছর বিলম্বিত করা ও একজন কর্মকর্তার প্রাপ্ত পদোন্নতি এক বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ অক্টোবর সায়মা হোসেন মৃত্যুর পর রাবি কর্তৃপক্ষ উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি ৩০ অক্টোবর ২০২৫ তারিখে প্রাথমিক প্রতিবেদন দাখিল করে ও তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য কয়েকটি সুপারিশ প্রদান করে। তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রদানে আগ্রহী অন্যান্য ব্যক্তির নিকট থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করে।