ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ৬:৫১ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, December 25, 2025 - 12:39 am

চারঘাট প্রতিনিধি: রাজশাহী ক্যাডেট কলেজের ৫৮তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে কলেজ মাঠ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজটির অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন অ্যাডজুটেন্ট মেজর ফাহিন আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটবৃন্দ।

প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজের খালিদ হাউস, কাসিম হাউস এবং তারিক হাউসের ক্যাডেটবৃন্দ ২৭টি ইভেন্টে ৩ দিন ব্যাপী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। সারা বছরের একাডেমিক ও সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে তারিক হাউসকে চ্যাম্পিয়ন ও কাসিম হাউসকে রানার আপ হাউস রানার্স আপ হিসেবে ঘোষনা করা হয়। প্রতিযোগীতায় অসাধারন ক্রীড়া নৈপুন্য দেখানো বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

উল্লেখ্য যে, রাজশাহী ক্যাডেট কলেজ ১৯৬৬ সাল থেকে অদ্যাবধি শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলায় উত্তরবঙ্গের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুবিদিত। এখানে ক্যাডেটদের তিনটি হাউসে আধুনিক সুযোগ-সুবিধা সহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে মেধা ও মনন বিকশিত হওয়ার সুযোগ দেয়া হয়। হাউসগুলো হচ্ছে যথাক্রমে খালিদ হাউস, কাসিম হাউস ও তারিক হাউস।