শিবগঞ্জে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ জামায়াতের প্রার্থীর
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরী আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী বলেছেন, বিএনপি প্রার্থীর পক্ষে ইতিমধ্যে দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটাররা বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে।
কিন্তু যাদেরকে নিজেদের পক্ষে আনতে পারছে না, তাদেরকে জামায়াতের পক্ষে কাজ না করতে হুমকি দেয়া হচ্ছে। এমনকি নির্বাচনের আগ পর্যন্ত এলাকায় না থাকতে হুশিয়ারিও দেয়া হচ্ছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে।
কয়েকটি এলাকায় ভোট কেন্দ্রে আগের রাতেই ভোটারদের হুমকি দেয়া ও নির্বাচনকে প্রভাবিত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ড. মাওলানা কেরামত আলী। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বাবুল ইসলাম, মিডিয়া সেক্রেটারী অধ্যাপক দুরুল হোদা ও শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী আবদুর রউফ প্রমুখ।
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। যদিও অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া বলেছেন, জামায়াতের প্রার্থীই এসব কর্মকাণ্ড করছে। কিন্তু আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এসব অপপ্রচার থেকে বিরত থাকতে সাংবাদিকদের আহবান জানিয়েছেন তিনি।










