ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৫:৪০ পূর্বাহ্ন

রোটারি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Thursday, December 25, 2025 - 12:37 am

প্রেস বিজ্ঞপ্তি: ২৪ ডিসেম্বর রোটারি ক্লাব অব রাজশাহীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

ক্লাব প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী রোটারিয়ান আবুল হোসেনের তালাইমারিস্থ চেম্বারে ক্লাবের নিয়মিত সভা, ক্লাবের সকল সদস্যকে সম্মাননা স্মারক প্রদান এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

গতকাল বুধবার বিকাল চারটায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হোসেনের সভাপতিত্বে নিয়মিত সভায় বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শফিউদ্দীন আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এসএম আব্দুল খালেক, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মনোয়ার হোসেন সেলিম, পিপি রোটা. ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, পিপি রোটা. ইঞ্জিনিয়ার কামাল হোসেন, পিপি রোটারিয়ান মেরাজ শেখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড: মো: মোজাফফর হোসেন, অ্যাডভোকেট মুনতাসীর মামুন, তানভীর আহমেদ প্রমুখ। সভায় বক্তাগণ রোটারি ক্লাব অব রাজশাহীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোটারির আদর্শ ও উদ্দেশ্যকে সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।

সভার সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হোসেন সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।