ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৫:২৫ পূর্বাহ্ন

রাবির দ্বাদশ সমাবর্তন কমিটি সমূহের যৌথ সভা

  • আপডেট: Thursday, December 25, 2025 - 12:09 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ সমাবর্তনের কোর কমিটি ও সাংগঠনিক কমিটিসহ উপ-কমিটিসমূহের আহ্বায়ক, সদস্য ও সদস্য-সচিবদের এক যৌথ সভা গতকাল বুধবার বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ সমাবর্তনে বিভিন্ন কাজের অভিজ্ঞতা সভাকে অবহিত করেন এবং আগামীতে সমাবর্তন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন।

সকলের সক্রিয় সহযোগিতায় সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সাংগঠনিক কমিটি ও উপ-কমিটি সমূহের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।