ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৫:২৫ পূর্বাহ্ন

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন

  • আপডেট: Thursday, December 25, 2025 - 12:22 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

গতকাল বুধবার পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মহানগর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান এবং উপাধ্যক্ষ আব্দুল আওয়াল।

এ সময় পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।