রাজশাহী-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ উদ্দিন
গোদাগাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি জানান, মহাসচিবের স্বাক্ষরিত মনোনয়নপত্র তিনি হাতে পেয়েছেন।
প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন জানান, নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে গোদাগাড়ী-তানোরের জনগণের অধিকার আদায়ে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।










