রাজশাহীতে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ গ্রেপ্তার ৩২
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অস্থিতিশীলতা দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরএমপি সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কর্ণহার থানার তেতুলিয়াডাঙ্গা এলাকার হাফিজুল ইসলাম (৩২) ও শাহমখদুম থানার পবাপাড়া এলাকার শহীদুল ইসলাম পচা (৪০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই দুজনেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সমর্থক। এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত রয়েছেন ২২ জন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এই প্রক্রিয়া নিয়মিত চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










