ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৫:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা শুরু

  • আপডেট: Thursday, December 25, 2025 - 12:06 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাসব্যাপী জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

গতকাল বুধবার বিকেলে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

এ সময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নাসিব রাজশাহী জেলা কার্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাসিবের জেলা কার্যালয়ের সদস্য গোলাম এহতেশাম, সালাউদ্দিন জিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা।

মেলার আয়োজকেরা জানান, রাজশাহী জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ১০০টি স্টল বসানো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্যোক্তারাও এই মেলায় তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

মেলায় হস্তশিল্প, পাটজাত পণ্য, মৃৎশিল্প, বস্ত্র, খাদ্যপণ্য, চামড়াজাত সামগ্রীসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা ধরনের পণ্য স্থান পেয়েছে। দেশিয় ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি আধুনিক নকশার পণ্যও দর্শনার্থীদের আকর্ষণ করছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পরিবেশনা ও বিনোদনমূলক আয়োজন থাকবে। এতে মেলা ঘিরে নগরবাসীর বিনোদনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও প্রাণবন্ত হবে বলে আশা করা হচ্ছে।

ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার, উদ্যোক্তাদের পণ্য বিপণনের সুযোগ সৃষ্টি এবং দেশিয় শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই মেলা রাজশাহীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।