ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৫:২৫ পূর্বাহ্ন

পবায় সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, December 25, 2025 - 12:18 am

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছীতে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতি আইন ও বিধিমালা, জমা-খরচ হিসাব হালনাগাদ, অডিট, এজিএম, অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবাসমূহ সম্পর্কে ধারণা, সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে উপজেলার ১৩টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার বড়গাছী সমবায় সমিতি’র হলরুমে রাজশাহী জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট ও উপজেলা সমবায় কার্যালয়ের পরিচালনায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম। উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক ফিরোজুর রহমান, সহকারী পরিদর্শক মামুন-উর-রশীদ, প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নাসির উদ্দীন, সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক বিউটি রানী সাহা।

উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ, বড়গাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, বড়গাছী মহিলা সমবায় সমিতি’র সভাপতি মনিরা বেগম, একতা সমবায় সমিতির সভাপতি আরজিয়া বেগম, হ্যাপি সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি’র সভাপতি ইউসুফ আলী চৌধুরী, প্রতিভা মহিলা সমবায় সমিতির সভাপতি সোনাভান বেগম, নওহাটা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন, নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবু শামাসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।