ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৫:২৬ পূর্বাহ্ন

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: Thursday, December 25, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার আরএমপি ডিবির পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় এলাকায় দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকায় নিজ বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় নীলা খাতুন (২৫) ও পারভীন বেগম (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত নীলা খাতুন বাবু সরকারের মেয়ে এবং পারভীন বেগম ফটিক সরকারের স্ত্রী। উভয়েই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে আরএমপি ডিবির এসআই শাহ আলী মিয়ার নেতৃত্বে একটি টিম রাজপাড়া থানার দাশপুকুর মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির উদ্দেশে অবস্থানরত বিল্লাল (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর (আইডি বাগানপাড়া) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।