নওগাঁ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোস্তাফিজুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষণা অনুযায়ী নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান। তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
প্রার্থীদেরকে দেয়া মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি প্রার্থী, কর্মী ও সমর্থকরা তাদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার তাঁর ফেসবুকে এই চিঠি পোস্ট করেছেন।










