হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ডের ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণির বৃত্তির ফলাফল ঘোষণা
স্টাফ রিপোর্টার: ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’ অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়।
দেশের ৬টি জোন রাজশাহী, বরিশাল, রংপুর-দিনাজপুর, চট্টগ্রাম-কুমিল্লা, বগুড়া ও খুলনা-সাতক্ষীরা অঞ্চলের শিক্ষার্থীদের একযোগে অত্র শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পূর্বে শিক্ষা বোর্ডের পক্ষে সচিব শামসুল আলম ফলাফলের তালিকা হস্তান্তর করেন অত্র বোর্ডের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এবং ‘আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমির এবং অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর নিকট।
বোর্ডের কার্যালয় নওদাপাড়া মাদ্রাসা রাজশাহীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বোর্ডের সচিব শামসুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, প্রধান পরিদর্শক ড. কাবীরুল ইসলাম, শিক্ষক শাহীন রেযা, ডা, মুনসুর আলী। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মুহাম্মাদ রবীউল ইসলাম।











