ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৫:০১ পূর্বাহ্ন

রাজশাহী-৩ আসনে ঐক্যবদ্ধ বিএনপি

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 12:09 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের জয় নিশ্চিত করতে এককাতারে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সভা মঞ্চে রাজশাহী-০৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় ত্রাণ ও পুনবার্সন সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান উপস্থিত হন। তারা একে অপরের হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে পবা-মোহনপুর আসনে বিএনপির বিজয় নিশ্চিত করাসহ সকল অপতৎপরতা রুখে দেয়ার ঘোষণা দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং পবা- মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত বছরের ৫ আগস্টের আগে অনেকেই বিএনপি করা ছেড়ে দিয়েছিলো। তারা মনে করেছিলো কিনা কি হয়। কিন্তু পবা-মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা কখনো কোথাও যায়নি। তারা সর্বদা জাতীয়তাবাদী দলের প্রতি আনুগত্য ছিলো, এখনো আছে বলে জানান তিনি। মিলন বলেন, বাংলাদেশ নিয়ে ও নির্বাচন নিয়েও অনেক ষড়যন্ত্র চলছে। নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, ইস্তেহার ঘোষণা হয়ে গেছে। নির্বাচন থামিয়ে দেয়া আল্লাহ ছাড়া অন্যকোন অপশক্তি নাই বলে উল্লেখ করেন তিনি। যারা মনে করছে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করবে তাদের সকল ষড়যন্ত্র ২৫ তারিখ বিনষ্ট হয়ে যাবে। আর সেদিনই তারেক রহমান নিজ ভূমিতে পদার্পণ করবেন। এজন্য দেশের মানুষ সাজ সাজ রবে আছে। তারেক রহমান বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে দেশের মানুষ বসে থাকবে না। সমুচিত জবাব দেবে বলে জানান তিনি।

এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেন, রাজশাহী-৩ আসন বিএনপির শক্ত ঘাঁটি। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকল অপকর্ম ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন এটি দেশের মানুষের প্রত্যাশা।

সভায় উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য শাহাদত হোসেন, কামরুজ্জামান হেনা, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম ও সাংগঠনিক সম্পাদক রিতা খাতুন, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।