রাজশাহীতে সভা: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রত্যয়
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের আধুনিক কারিগরি প্রশিক্ষণে অভিগম্যতা বৃদ্ধি ও প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান নিশ্চিতে অংশীজনদের সমন্বয় সভায় জোরালো ভূমিকা রাখার তাগিদ দেয়া হয়েছে। এ সভায় অংশ নিয়ে রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল স্বপন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন সহকারী সমন্বয়কারী শাহাবুদ্দিন।
সভায় রাজশাহী মহিলা টিটিসি, কারিতাস, যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইউসেফ ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির আশা প্রকাশ করা হয়। সভায় বলা হয়, একটি জ্ঞানমুখী, প্রশিক্ষিত, দক্ষ ও আদর্শ যুবসমাজ জাতির চালিকাশক্তি। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বৃহত্তর জনগোষ্ঠি বাঙালির পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অবদান অনস্বীকার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবসমাজকে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অপরিহার্য।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের চাহিদা ও স্থানীয় বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ পৃথক কারিগরি প্রশিক্ষণ কোর্স চালুর আশ্বাস দেন। বিশেষ করে ঐতিহ্যবাহী হস্তশিল্প-বাঁশ, বেত ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি পণ্যের আধুনিক ডিজাইন ও বাজারজাতকরণ ব্যবস্থাপনা, আধুনিক কৃষি ও বিকল্পচাষাবাদ, তথ্য ও প্রযুক্তিগত, এগ্রো প্রসেসিং, ইত্যাদি বিষয়ে নতুন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণে বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয়। সভায় সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর প্রসাদ কুমার সরকার, বিসিক রাজশাহীর উপ-ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমান ও ইউসেফ রাজশাহীর প্রতিনিধি তাহমিদা খাতুন প্রমুখ অংশ নেন।











