ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৬:৪৯ পূর্বাহ্ন

পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি আটক

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 12:09 am

পোরশা (নওগা) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তারা সুমন (২৪) নামে ওই বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জগজীবনপুর ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

সূত্রমতে, গত সোমবার দিবাগত রাতে সুমন গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনগণ সীমান্ত পিলার ২৩০ এর ভারতের অভ্যন্তরে জগজীবনপুর পাগলা মন্দির এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে আটক করেন। পরে তারা বিএসএফ এর কাছে হস্তান্তর করেন।

আটক সুমন (২৪) নিতপুর পুরাতন বাজার মাস্টারপাড়ার মন্টু কামারের ছেলে। ১৬ বিজিবি অধিনয়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম পিএসসি বিষয়টি অবগত হয়েছেন বলে জানান। এ বিষয়ে তিনি বিএসএফ কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে ফেরৎ নেয়ার জন্য কাজ করছেন বলেও জানান।