পবার নওহাটায় আবুল কালাম আজাদের গণসংযোগ
স্টাফ রিপোর্টার: রাজশাহীর জেলার ছয়টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মাঠের প্রচারে বেশি জোর দিচ্ছে দলটি। নির্বাচনি এলাকায় ভোটের মাঠে সভা, সমাবেশ, উঠান বৈঠক, বিভিন্ন প্রেক্ষাপটে ও যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে খেলার মাঠে প্রার্থীর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনি মাঠে জোরেশোরে উত্তাপ বাড়াচ্ছেন এই দলটি।
সেই লক্ষ্যে গতকাল মঙ্গলবার বাদ আসর পবা উপজেলার কেন্দ্রস্থল নওহাটা বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার এমপিপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। এ সময় তার সাথে ছিলেন পবা থানার আমির আজম আলি, সেক্রেটারি ওয়ারিশ আলী, এয়ারপোর্ট থানা আমির মাওলানা সুজাউদ্দিন, নায়েবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন পারিলা এলাকার আমির শামিম হোসেন, বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন, বড়গাছী ইউনিয়ন সেক্রেটারি সারফুদ্দিন, প্রতিনিধি আব্দুল্লাহসহ নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের সেতৃবৃন্দ। এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। কার্যক্রমের আগে ও পরে তাঁরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা করেন।











