ট্রায়াল দেয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা, আদালতে মামলা
স্টাফ রিপোর্টার: নগরীতে গ্যারেজ থেকে গাড়ি কেনার আগে চালিয়ে ট্রায়াল দেয়ার কথা বলে গাড়ি নিয়ে লাপাত্তা হয়েছে এক যুবক। গত ১৮ ডিসেম্বর বিকেলে রাজশাহী নগরীর সিটি বাইপাস বন্ধ গেটে অবস্থিত নুর আহমেদ নামের একজন মোটর গাড়ির গ্যারেজ মালিকের সাথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গ্যারেজ মালিক নুর আহম্মেদ রাজশাহীর সিএমএম আদালতে (রাজপাড়া) মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর বিকেলে এসএম সফিক মাহমুদ তন্ময় বাদির মোটর গ্যারেজে এসে চধলঁৎড় ঐধৎঢ় একটা জিপ যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-০২-০৮৭০ পচ্ছন্দ করেন। নুর আহম্মেদ গাড়িটি ২০২৩ সালে চন্ডিপুরের মিজানুর রহমানের কাছ থেকে সাত লাখ ৩০ হাজার টাকায় কেনেন। কথাবার্তার একপর্যায়ে গাড়িটি চালিয়ে ট্রায়াল দেয়ার কথা বলে নিয়ে যান। এরপর থেকেই তন্ময় গাড়িটি আর গ্যারেজ মালিককে ফেরত দেয়নি বা গাড়ির দামও পরিশোধ করেনি। গাড়ি ফেরত চাইলে বিভিন্ন রকম টালবাহানা করে এমনকি গাড়ি না দেয়ার হুমকিও দিয়েছে বলে জানান ভুক্তভোগী গ্যারেজ মালিক নুর মোহাম্মদ। গ্যারেজ মালিক নুর মোহাম্মদ বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই জায়গায় গ্যারেজ করে কার মাইক্রোসহ বিভিন্ন গাড়ির ইলেকট্রনিক্সের সার্ভিসিং এর কাজ করেন। এর পাশাপাশি পুরাতন গাড়ি বৈধভাবে কেনা-বেচা করি। শহরে সকলেই আমাকে চেনে আমার সাথে কারো কোন শত্রুতা নাই। গাড়িটির কারণে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে।
মামলার বিষয়ে নুর মোহাম্মদের আইনজীবী আতিফুল ইসলাম বলেন, নুর মোহাম্মদের গাড়িটি চালিয়ে দেখার নাম করে নিয়ে যান তন্ময়। এ ঘটনায় রাজশাহীর সিএমএম আদালতে (রাজপাড়া) মামলা হয়েছে। আদালত মামলাটি রাজপাড়া থানা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দেন। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক কাজ করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।











