ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৫ - ৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয় কবি নজরুলের পাশে শায়িত হাদি

  • আপডেট: Sunday, December 21, 2025 - 12:52 am

সোনালী ডেস্ক: লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি।

গতকাল শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিসৌধ প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনকালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত স্বজন, সহযোদ্ধা ও অনুসারীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে আবেগ সংবরণ করতে পারেননি অনেকে। সমাধিসৌধ প্রাঙ্গণজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পরিণত হয় জনসমুদ্র।

জানাজায় অংশ নিতে আসা মানুষ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। তবে স্থান সংকুলান না হওয়ায় সবাই সে সুযোগ পায়নি। মানিক মিয়া এভিনিউজুড়ে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেয় লাখো মানুষ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সরকারের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সমাজের বিশিষ্ট ব্যক্তি, সহযোদ্ধা, শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় কান্না, দীর্ঘশ্বাস ও নীরব প্রার্থনায় পুরো এলাকা পরিণত হয় এক শোকাবহ নিস্তব্ধ প্রাঙ্গণে।

জানাজার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। তিনি বলেন, ‘ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের মধ্যে আছো।

বাংলাদেশ যত দিন টিকে থাকবে, তুমি আমাদের মধ্যে থাকবে।’ ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শহীদ হাদির জীবনপঞ্জি পাঠ করে শোনান। তিনি হাদির জন্য সবার কাছে দোয়া চান।