সারাদেশের ন্যায় রাজশাহীতেও ওসমান হাদির গায়েবানা জানাজা
স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় রাজশাহীতেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা জানাজার আয়োজন করে। গায়েবানা জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেজ নুরুজ্জামান, রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক জহির রায়হান প্রমুখ। বক্তারা শহিদ শরিফ ওসমান হাদির বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান আগামীতেও সংগ্রামীদের প্রেরণা জোগাবে। এ সময় শিবির নেতারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জানাজা শেষে শহিদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কনফারেন্স হলে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, ওসমান হাদি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল। আমি মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত ও শাহাদাত কামনা করছি। তার মাসুম বাচ্চাসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের এমপি প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি শাহাদত হোসাইন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট প্রমুখ।
এছাড়া জুলাই যোদ্ধা শহিদ ওসমান হাদীর স্মরণে পবা জামায়াতের উদ্যোগে মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি সহঃ সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক আব্দুর রহিম আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্ণহার থানা, হাফেজ নুরুজ্জামান প্রশিক্ষণ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। সভাপতিত্ব করেন মাওঃ শুজাউদ্দিন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়ারপোর্ট থানা।
চাঁপাইনবাবগঞ্জ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ‘ছাত্র জনতার মঞ্চ’ এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু বক্কর, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ইমামতি করেন মাওলানা আবুজার গিফারি।
নওগাঁ
নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় শহরের নওজোয়ান মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জানাজা নামাজে ইমামতি করেন। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ সাধারণ মানুষ অংশ নেন। জানাজা নামাজের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, বিএনপি মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সহ অন্যরা।











