তানোরে মরহুম সাংবাদিক মামুনের স্মরণে শোকসভা
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব তানোর প্রেসক্লাব কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু।
তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, তানোর প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ সালাউদ্দিন প্রামানিক। মোনাজাত করেন তানোর থানা মসজিদের পেশ ইমাম।











