চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, গত শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সঙ্কট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায় তারা নিয়ন্ত্রণ হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।
এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকী আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।
এদিকে গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হারুনুর রশিদ হারুন পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও আগুনে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন।











