ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ৭:৪৬ পূর্বাহ্ন

মোহনপুরে ভেকুর চাকায় পিষে তরুণকে হত্যার ঘটনায় মামলা

  • আপডেট: Saturday, December 20, 2025 - 12:39 am

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় ভেকুর চাকায় পিষে আহমেদ জুবায়ের (২৩) নামে এক তরুণকে হত্যার ঘটনায় সাতজনের মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে জুবায়েরের বাবা রফিকুল ইসলাম মোহনপুর থানায় মামলাটি দায়ের করেন। তার বাড়ি উপজেলার বড় পালশা গ্রামে।

মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা ভেকু চালক আব্দুল হাকিমকে (২৮) বুধবার রাতে ঘটনার পরই গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার রাতে বড় পালশা বিলে পুকুর খননে বাধা দিতে গিয়ে ভেকুর চাকায় পিষ্ট হয়ে আহমেদ জুবায়ের খুন হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়। এসময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, জুবায়ের হত্যার ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করা যাবে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে মোহনপুরের বড় পালশা গ্রামের বিলে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভেকুর চাকায় পিষে জুবায়েরকে হত্যা করা হয়। শতাধিক মানুষের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এসময় ভেকু এবং স্থানীয় এক বিএনপি বিএনপি নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ জনতা।