সিরাজগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর দেশীয় অস্ত্রের মুখে অন্তত ৩০ মিনিট ধরে পথচারী ও যানবাহনের যাত্রীদের জিম্মি করে ১৫ থেকে ২০ জনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
একপর্যায়ে এক পথচারীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।
ভুক্তভোগীদের একজন পাবনা জেলার চাটমোহর উপজেলার রতনপুর গ্রামের ট্রাকচালক ডাবলু সেখ জানান, বেড়খালী এলাকায় পৌঁছলে সড়কে কাটা গাছ দেখে তিনি গাড়ি থামান।
এ সময় ৮ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাকে জিম্মি করে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। একইভাবে আরো কয়েকটি গাড়ি থামিয়ে লুটপাট চালানো হয়।
স্থানীয়রা জানান, রানীরহাট-বেড়খালী সড়কে প্রায় প্রতি মাসেই এ ধরনের ডাকাতির ঘটনা ঘটে। এতে এলাকায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। তারা ডাকাতি রোধে রাতে পুলিশ টহল জোরদার, পুলিশ বক্স স্থাপন এবং সড়কে ল্যাম্পপোস্ট বসানোর দাবি জানান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা বেড়খালী এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি করছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।









