ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

সংস্কার হচ্ছে তারেক রহমানের বগুড়ার বাড়ি

  • আপডেট: Saturday, December 20, 2025 - 12:12 am

সোনালী ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, থাকবেন ও নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। এ কারণে বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়িটি সংস্কার কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তারেক রহমান উত্তরাঞ্চলের বগুড়াসহ বিভিন্ন জেলায় সফরকালে বগুড়ায় থাকার কোনো বাড়ি ছিল না। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বাড়ি নির্মাণের জন্য তার শহরের সুত্রাপুরের বাসভবন চম্পা মহলের পাশে ৫ শতক জায়গা দেন। পরে তারেক রহমান ওই জায়গায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখে বাড়ি নির্মাণ করেন। এরপর থেকে তিনি বগুড়ায় বা আশপাশের জেলায় এলে ওই বাড়িতে থাকতেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ তিনতলা বাড়িটি তার বগুড়ার ঠিকানা হিসেবে ব্যবহার হতো।

এদিকে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেফতার ও পরবর্তীতে লন্ডনে আশ্রয় নেওয়ার পর থেকেই বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। দীর্ঘ প্রায় ১৮ বছর সেখানে কেয়ারটেকার বা কেউ বসবাস না করায় দরজা-জানালায় মরিচা পড়ে ও দেয়ালের রঙ উঠে যায়।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন এবং বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এ বাড়ি থেকে প্রচারণা চালাবেন ও বাড়িটি প্রধান নির্বাচনি কেন্দ্র হবে। আবারও নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাড়িটি জমজমাট হয়ে উঠবে। তাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিশ্চিত হওয়ায় বাড়িটির সংস্কার কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, তার বাসভবনের পাশেই তারেক রহমানের বাড়ি। জায়গাটি দিলেও তিনি (তারেক রহমান) নিজের পছন্দমতো ডিজাইন করে বাড়ি নির্মাণ করেছেন। ওই বাড়ি থেকেই বগুড়া তথা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সংগঠনের খোঁজখবর নিতেন। এ বাড়িতে রাতভর রাজনৈতিক আলোচনা করতেন। আর বাড়ির বাইরে নেতাকর্মীরা অবস্থান করতেন।

তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণার পরই বাড়িটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। সংস্কার কাজ এখনো চলছে। দেশে ফিরে তিনি প্রথমদিকে ঢাকায় ব্যস্ত থাকবেন। এরপর বগুড়ার বাড়িতে আসবেন। বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে এখানে মাঝে-মধ্যেই আসতে ও থাকতে হবে।