পোরশায় আওয়ামী লীগের নেতা সাইফুল গ্রেপ্তার
পোরশা প্রতিনিধি: নাশকতার মামলায় নওগাঁর পোরশায় মশিদপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শিশা খরপা তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সাইফুল ওই গ্রামের মৃত সাদের আলীর ছেলে।
পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, নওগাঁ সদরের একটি নাশকতা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।









