ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮১২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

  • আপডেট: Saturday, December 20, 2025 - 12:03 am

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠাপাড়া গ্রামে বিজিবির অভিযানে ৩৭৫ বোতল নেশাজতীয় ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ডোবায় ৪টি বস্তায় ভরে পানির নিচে লুকিয়ে রাখা সিরাপগুলো জব্দ করা হয়। মাসুদপুর বিওপির টহলদল এই অভিযান চালায়।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, এসব সিরাপের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

তিনি আরো জানান, এ নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী বিজিবির ৩টি পৃথক অভিযানে ৮১২ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে হয়েছে।

এর আগে সেদিন ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুটি পৃথক অভিযানে বিজিবির মাসুদপুর বিওপির অপর একটি টহলদল ঠুঠাপাড়া গ্রাম থেকে ২৭৮ বোতল চকো প্লাস ও মনাকষা বিওপির একটি টহল দল ১৫৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।