ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ঋণগ্রস্ত পেঁয়াজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, December 20, 2025 - 12:22 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে মাহাতাব হোসেন (৪০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের ‘সন্ধ্যা কমউিনিটি সেন্টার’ এলাকায় ভাড়া বাসায় এ ফাঁস দেওয়ার ঘটনা ঘটে।

মাহাতাব রাজশাহীর পুঁঠিয়া থানার ভাল্লুকগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের ব্যবসা করতেন।

এর আগে মাহাতাব একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কম্পানিতে চাকরি করতেন। সেই কম্পানি পাওনা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের সন্ধ্যা কমউিনিটি সেন্টার এলাকায় ভাড়া করা বাড়ির দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষে ফাঁস দেন মাহাতাব। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, মাহাতাব আগে একটি ফিড (মাছ ও পশু খাদ্য) কম্পানিতে চাকরি করতেন। সেই কম্পানি পাওনা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, এ সংক্রান্ত কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।