ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল খালা ও ভাগ্নের

  • আপডেট: Saturday, December 20, 2025 - 12:19 am

সোনালী ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন খালা ও ভাগ্নের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঈশ্বরদী-লালপুর মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫) ও তার ভাগ্নে সাঁড়া ঝাউদিয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সাকিব হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে উপজেলার আরামবাড়িয়া এলাকায় বাবার বাসায় দাওয়াত খেয়ে ভাগ্নে সাকিবের মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন শিরিনা। বিকাল ৪টার দিকে তারা স্কুলপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিরিনা ও সাকিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মৃত্যুর খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।