রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহায়তায় গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয়।
রাজশাহী কারগিরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্টাল একাডেমি হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর টিটিসির সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। টিটিসি রাজশাহীর অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা খাতুন, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (আইওএম, বাংলাদেশ) এবং মহিলা টিটিসি, রাজশাহীর অধ্যক্ষ শফিকুল ইসলাম। মূখ্য আলোচক ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান।
অনুষ্ঠানে রাজশাহী জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী হিসেবে তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকার এরশাদ আলী সুজন, উত্তর দড়িখরবোনা এলাকার কামরুল হাসান এবং মতিহার এলাকার সাইলা খানম। এছাড়াও রেমিট্যান্স ও অভিবাসন বান্ধব কার্যক্রমের জন্য ইসলামী ব্যাংক এবং বেসরকারি সংস্থা এসিডি ও সচেতন সোসাইটিকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে থেকে তিনজনকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে টিটিসি ক্যাম্পাসে অভিববাসন ও চাকরি মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রবাসীদের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
পবা
এদিকে পবা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানায়, “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যেও আলোকে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবাসীদের অবদান ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। এসময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নিয়ামতপুরেও আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, ডিজিএম মেসবাহুল হক, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ।











