পুঠিয়ায় বিশেষ অভিযান আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান সরকার (৫৫) ও হজরত আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সারারাত অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশের একটি টিম।
গ্রেপ্তারকৃত হান্নান সরকার উপজেলার জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কানাইপাড়া এলাকার মোহাম্মদ আলী মন্ডলের ছেলে এবং হজরত আলী জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।











