নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চা বাড়াতে মতবিনিময় সভা
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের নৃ-জাতি গোষ্ঠিসমূহের সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমির সমন্বিত উদ্যোগ গ্রহণের পথ সুগম করতে মতবিনিময় সভা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিসিবিভিও’র আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি অডিটোরিয়ামে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠী কালচারাল একাডেমির সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রতিপাদ্য বিষয় ছিল নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম। সভার প্রধান আলোচক ছিলেন সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম সারওয়ার, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা ও সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার উপস্থিত ছিলেন। সভায় কী-নোট উপস্থাপন করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম ও সঞ্চালনা করেন সহ সমন্বয়কারী শাহাবুদ্দিন।










