ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শকরণ সভা

  • আপডেট: Friday, December 19, 2025 - 12:14 am

বাগমারা প্রতিনিধি: বাগমারায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শকরণ সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভবানীগঞ্জ পৌরসভার প্রসাশক সাইফুল ইসলাম ভুঞা।

অনুষ্ঠানে ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লিটন মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাফিউলল্লাহ নেওয়াজ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বার ও মাস্টার প্ল্যান প্রকল্পের ডেপুটি টিম লিডার শামাঊল আলম নূর সহ আরও অনেকে।

এই পরামর্শকরণ সভায় বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু বাককার সুজনসহ ভবানীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্যসমূহ উপস্থাপন, আলোচনা এবং বিশ্লেষণ করা, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে তা সহায়ক হয়।