ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ গবাদিপশুর প্রাণহানি, বাড়ি পুড়ে ছাই

  • আপডেট: Friday, December 19, 2025 - 12:29 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির চারিদিকে ইটের দেয়ার ও উপরে টিন, বাড়ির ভেতরেই বিপুল পরিমান খড় ও লাকড়ী ছিলো। প্রতিবেশীরা বলছেন, গরুর কোয়ারে কয়েল থেকেই এই আগুনের সুত্রপাত হতে পারে। আগুন লাগার সাথে সাথেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এসময় ঘরে থানা নরী চিৎকার দিরে প্রতিবেশীরা ঘরের দেযাল ভেঙে তাকে উদ্ধার করেন।

হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে অবস্থানরত বানু নামের এক নারী আগুনে গুরুতর দগ্ধ হন। একই সঙ্গে গোয়ালঘরে থাকা দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে প্রাণ হারায়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ নারী বানুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন