ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৯:২৩ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা উপস্থাপন

  • আপডেট: Friday, December 19, 2025 - 7:45 pm

সোনালী ডেস্ক: শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত, প্রমাণভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর আয়োজনে এবং অ্যাকপেট ইন্টারন্যাশনাল-এর সহায়তায় জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণার ফলাফল উপস্থাপন ও সংলাপ অনুষ্ঠিত হয়। প্রকল্পের অংশ হিসেবে রাজশাহী জেলার মোহনপুর উপজেলা, গোদাগাড়ী উপজেলা এবং রাজশাহী সিটি করপোরেশনের ২৫ জন শিশুনেতার সক্রিয় অংশগ্রহণে শিশু নেতৃত্বাধীন গবেষণা পরিচালিত হয়। গবেষণায় শিশুরা নিজেদের সহপাঠীদের সঙ্গে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি), সাক্ষাৎকার এবং স্থানীয় সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে কী ইনফরম্যান্ট ইন্টারভিউ (কেআইআই) পরিচালনা করে। এর মাধ্যমে তারা শিশুদের প্রতি যৌন শোষণের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, সামাজিক প্রতিবন্ধকতা, বিদ্যমান সেবার সীমাবদ্ধতা এবং প্রতিরোধের সম্ভাব্য পথসমূহ চিহ্নিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ন সচিব) আনোয়ার হোসেন। এসিডির নির্বাহী সভাপতি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের অতি.পরিচালক এমএম মাহমুদউল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ তাজিয়া। আলোচনায় বক্তারা শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) অনুসরণ এবং মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর মত দে

ন।