ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে অভিযানে আ.লীগ বিএনপি’র ৭ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট: Thursday, December 18, 2025 - 12:03 am

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপিসহ ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার শালঘরিয়া গ্রামের আশরাফ আলী (৫৩), ধরমপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৩), রৈপাড়া এলাকার বাবর আলী (৫৭), উপজেলার হাটকানপাড়া বাজুখলসী গ্রামের কাওসার আলী (৩৮), পালাশবাড়ী এলাকার আতাউর রহমান (৪৯), পারিলা গ্রামের মোয়াজ্জেম আলী (৪৩) এবং খিদ্রলক্ষ্মীপুর গ্রামের কাওসার আলী (৩৫)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী বলে জানায় পুলিশ। এছাড়া উপজেলার কুহাড় গ্রাম থেকে পরোয়ানাভুক্তভুক্ত আসামি বিএনপি নেতা ইমরান আলীকেও গ্রেফতার করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ওসি আরও বলেন, অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধের সাথে জড়িত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।