টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রেস বিজ্ঞপ্তি: টিএমএসএস আইইএস সেক্টর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল সুজাবাদ (দহপাড়া) শাজাহানপুর ক্যাম্পাস প্রাঙ্গণে গত মঙ্গলবার এক যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিজয় মেলা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন বগুড়া ডা. খুরশীদ আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং পরিদর্শক ড. মমতাজ বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস নির্বাহী পরামর্শক বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মেদ খাইরুল ইসলাম, টিএমএসএস পরিচালক মাহাবুবর রহমান, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়ার অধ্যক্ষ ডা. মো. খোরশেদ আলম প্রমুখ।










