চাঁপাইনবাবগঞ্জের দুইটি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।
গতকাল বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তাছাড়া যুবকদের কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি ও নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্প ও হস্তশিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারী বাবুল হোসেন ও শিবগঞ্জ পৌর আমীর আবু বাক্কার প্রমূখ। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমকে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। তিনি জনগণের কাছে সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় তিনি একটি সুষ্ঠ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা এবং প্রার্থী, কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন। এজন্য দ্রুত সরকারের কঠোর সিদ্ধান্ত গ্রহণ এবং তা কার্যকর ও বাস্তবায়নের দাবি জানান তিনি।










