ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড-এর অ্যাওয়ার্ড অর্জন
প্রেস বিজ্ঞপ্তি: ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৪-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। টানা চতুর্থবারের মতো এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স চর্চার একটি স্বীকৃতি, বিশেষ করে সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৪ অনুষ্ঠানে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নাহারুল ইসলাম মোল্লা, অ-নির্বাহী পরিচালক এস ও এম রাশেদুল কাইউম-এর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।










