পোরশা সীমান্ত থেকে ভারতীয় গরু উদ্ধার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে দুটি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির একটি বিশেষ টহল গত শনিবার ভুট্টাপাড়া রাঙা পুকুরের পাশে মুকছেদের আম বাগানের ভিতর থেকে মালিক বিহীন অবস্থায় গরু দুটি উদ্ধার করেন।
নিতপুর বিওপির সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এস আই পি, আর আই বি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নিতপুর কোম্পানির সীমান্ত মেইন পিলার ২৩২ এর আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিক বিহীন ভারতীয় গরু দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় গরু দুটির ১ লাখ ৫০ হাজার টাকা। গরু দুটি নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।











