ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ৬:১৯ পূর্বাহ্ন

রাজশাহী সদর আসনে বিএনপির প্রার্থী মিনুকে বিজয়ী করার লক্ষে মতবিনিময়

  • আপডেট: Monday, December 15, 2025 - 12:06 am

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা করেছে বিএনপি।

গতকাল রোববার বিকাল থেকে রাত পর্যন্ত নগরীর সাহেববাজার এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন থানা ওয়ার্ড ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিয় করা হয়। সভায় উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, রাজশাহী মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ মহানগর ওয়ার্ড বিএনপির বিভিন্ন থানার সভাপতি-সম্পাদক, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহবান জানানো হয়। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে দলীয় প্রার্থী বিজয়ী করার ব্যাপারে মাঠে সক্রিয়ভাবে কাজ করার কথা বলেন। বিএনপির এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু সবাইকে এক সাথে কাজ করার জন্য আহবান। যাতে রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করে।