রাজশাহীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিভাগীয় ইজতেমা। গতকাল রোববার সকাল থেকেই পুরো মাঠ আর আশপাশের এলাকা আখেরি মোনাজাতে অংশ নিতে ভরে গেছে হাজারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়।
এর আগে গত শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠে এ ইজতেমা শুরু হয়। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে আখেরি মোনাজাতে ইমামতি করেন- ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগত হযরত মাওলানা ওমর মেয়াতী। মুসল্লিরা শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনদিন খোলা আকাশের নিচে তাবুর তলে ইবাদাত বন্দিগির মধ্যে দিয়ে সময় কাটান। আখেরি মোনাজাতের দিন ভোর থেকেই দলে দলে মানুষ ছুটে আসে ইজতেমা মাঠে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মানুষের ঢল, সবাই একই গন্তব্যে, একই আকাক্সক্ষায়: আল্লাহর সন্তুষ্টি অর্জন।
ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। সুষ্ঠু পরিবেশে ধর্মীয় এ মহাসম্মেলন শেষ হওয়ার পথে, আর মুসল্লিদের হৃদয়ে রেখে যাচ্ছে গভীর আধ্যাত্মিক স্পর্শ। এরপর মুসল্লীরা বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।











