ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ৬:১৮ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে আটক ৪ মাদক উদ্ধার

  • আপডেট: Monday, December 15, 2025 - 12:14 am

স্টাফ রিপোর্টার: নগরীর কর্ণহার থানার তেতুলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে ৪শ’ গ্রাম গাঁজাসহ ২ জন, চন্দ্রিমা থানার মুশরইল ঈদগাহ মাঠের সামনে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং কাটাখালি থানার শ্যামপুর আবহাওয়া অফিসের সামনে চেকপোষ্টে ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- মোবারক হোসেন (২৩); আনারুল ইসলাম (৫৩); সোহাগ মাহমুদ (২৪) এবং সম্রাট আলী (৩০)। মোবারক রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া নামোপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। আনারুল একই থানার দর্শনপাড়া চৌকিপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। সোহাগ মাহমুদ রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা গ্রামের আশরাফুল দেওয়ানের ছেলে এবং সম্রাট রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর মোল্লাপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে। বর্তমানে সম্রাট মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।